• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বাসার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান

১০ জুন ২০২৩ বিকাল ০৩:১১:৪২

সৈয়দপুরে বাসার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১০ জুন শনিবার সকালে সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক ড. আহমেদ তাহির আল মিম্বারি।

চক্ষু শিবিরে দূর-দূরান্ত থেকে বিনামুল্যে চোখের চিকিৎসা সেবা নিতে আসেন হাজারো নারী-পুরুষ। সেখান থেকে ৫ শতাধিক রোগীকে বাছাই করে তাদের বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স স্থাপনের জন্য রংপুরের মক্কা চক্ষু হাসপাতালে নেয়া হবে। বাকিদের ব্যবস্থাপত্রের মাধ্যমে চশমা, ওষুধ ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

এ সময় সংস্থাটির মেডিকেল ডিরেক্টর ডা: মো: আবু সাইদ ও সংশ্লিষ্ট কর্মচারি-কর্মকর্তা এবং আল নুর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববাসিকে অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত করতে আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিনামুল্যে চোখের চিকিৎসা সেবা ও সহায়তা দিয়ে আসছে। ১৯৯২ সাল থেকে ৪০ দেশের পাশাপাশি বাংলাদেশের ৭ জেলায় হাসপাতাল স্থাপন করে ৩০ লাখ মানুষকে চোখের চিকিৎসা সেবা প্রদান করেছে সংস্থাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫