পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় ধুলাসার ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের ১০ সদস্য। ১০ জুন শনিবার বেলা ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ইউপি সদস্য নুরুদ্দিন ও সংরক্ষিত নারী সদস্য মলি বেগমসহ ইউনিয়নের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য কবিরুল ইসলাম খলিফা। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের গোডাউন ভবন থেকে সামনের অংশের পাকা রাস্তা পর্যন্ত এলজিইডির নির্মিত একটি লোহার ব্রিজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম।
এর আগে চেয়ারম্যান সমুদ্রে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে ১৭৪৮ জন জেলের নামে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে মাথাপিছু ২০০ টাকা করে পরিবহন খরচের নামে আদায় করছেন । ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে এরই মধ্যে ১২ হাজার টাকা আদায় করেছেন। অন্যান্য ওয়ার্ড থেকে টাকা না দেয়ায় এখন পর্যন্ত চাল বিতরণ স্থগিত রেখেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কোন মাসিক সভার আয়োজন করেননি। বরং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সকল সেবা ও সুবিধার তালিকা তৈরি এবং বিতরণ করছেন।
কবিরুল ইসলাম খলিফা আরও অভিযোগ করে বলেন, ২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করাকে নাজায়েজ আখ্যা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া, আলোচনা অনুষ্ঠান ও কালো ব্যাজ ধারণ করা থেকে বিরত থেকেছেন আব্দুর রহিম। ইতিপূর্বে চেয়ারম্যানের এমন বিস্ফোরক মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে। এ ছাড়া সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদের পাশে মসজিদ নির্মাণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ বিষয়ে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মেম্বারদের চাল চুরি করতে না দেয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available