• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে দিনমজুরের মুত্যু

১০ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৪:২৬

কালাইয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে দিনমজুরের মুত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে জিআই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ১০ জুন শনিবার পৌর এলাকায় আকন্দপাড়া মহল্লায় কিনামুদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাড়ীর মালিক কিনামুদ্দীন পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শরিফুল ইসলাম কালাই পৌর এলাকার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে হোসেন আকন্দের ছেলে। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আকন্দপাড়ার কিনামুদ্দীন চোর ঠেকাতে বাসার চারপাশে জিআই তারের বেড়া দোয়ার পর তাতে বিদ্যুৎ সংযোগ দেন। ১০ মে শনিবার সকালে দিন মজুর শরিফুল ইসলাম মাটি কাটার পাওনা টাকা চাইতে কিনামুদ্দিনের বাড়িতে গেলে ঐ তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরন করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  এ ঘটনার পর থেকে বাড়ীর মালিক কিনামুদ্দীনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের ছেলে মনোয়ার হোসেন বলেন, আমার বাবা একজন দিনমজুর। গতকাল কিনামুদ্দীনের বাড়ীতে মাটি কাটার কাজ করেছে আমার বাবা। কাজের পাওনা টাকা আনতে গিয়ে আজ আমার বাবা বিদ্যুৎপৃষ্ট হয়ে  মারা গেলো। এখন আমাদের কি হবে? কিভাবে আমাদের সংসার চলবে? আমি বাবার হত্যার বিচার চাই।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫