হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ও ভারত সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার পুণঃনির্মাণ ও মেরামত কাজ যৌথ পরিদর্শন শেষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলেন ৬ সদস্যের প্রতিনিধি দলটি। ১০ জুন শনিবার বিকেল ৩ টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল বারিক এর নেতৃত্বে প্রতিনিধি দলটি।
তাঁর সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যুগ্ম-সচিব এম এম আরিফ পাশা, উপ-পরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন।
এর আগে তিঁনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, হাকিমপুর উপজেলা ইউএনও অমিত রায়, বিরামপুর উপজেলা ইউএনও জুলহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মোকলেদা খাতুন মীম। গত ৮ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ৩ দিনের সরকারী সফরে প্রতিনিধি দলটি ভারতে গমন করে। বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার পূণনির্মান ও মেরামত কাজের পরিদর্শন শেষে আজ দেশে ফিরেছে প্রতিনিধি দলটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available