হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ ২ মাস ২০ দিন বন্ধ থাকার পর গত ৫ জুন সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম আরও কমে আসবে। ভারতীয় পেঁয়াজ হিলির খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এদিকে দেশীয় পেঁয়াজ বাজারে আগের তুলুনায় খুব কম পাওয়া যাচ্ছে।
১০ মে শনিবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজের দাপটে দেশীয় পেঁয়াজ উধাও হয়ে গেছে। দুই একজনের কাছে আগের কেনা দেশীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জানা যায়, দেশের কৃষকের কথা চিন্তা করে গত ১৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন সোমবার ৩ ট্রাক ও দ্বিতীয় দিন মঙ্গলবার ৪২ ট্রাক এবং তৃতীয় দিন বুধবার ১৩ ট্রাক চতুর্থ দিন বৃহস্পতিবারে ১৪ ট্রাকসহ মোট ৭২ ট্রাকে আমদানি করা হয়েছে ১৫ শ ৬৬ মেট্রিক টন পেঁয়াজ।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি বৃদ্ধি পেলে ঈদুল আযহা আসার আগেই ২৫ থেকে ৩০ টাকায় ভারতীয় পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। তবে চাহিদার তুলুনায় আমদানি কম হওয়ায় বাজারে সরববাহও কম। একটু খারাপ ধরনের পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভালো মানের পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ভারতীয় ৭২ টি ট্রাকে ১৫ শ ৬৬ মেট্রিক টন পেঁয়াজ এই বন্দর দিয়ে আমদানি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available