শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা নিতহর অভিযোগ উঠেছে। এঘটনায় দেওভোগ এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহতর পরিবারে চলছে কান্নার আহাজারি।
১০ জুন শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে। নিতহ সাত্তার ফকির (৫৫) সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত এনাছ উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকার সাত্তার ফকির ও ভাই কামাল ফকিরের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষে বাকবিতন্ডায় জড়ায়। রাত সাড়ে ১১ টার দিকে সাত্তার ফকির বাথরুমে যাবে বলে বের হয়। পূর্ব পরিকল্পনা করে কামাল ফকিরের ছেলে এসকেন, আরিফসহ ৭/৮ জন সাত্তার ফকিরের উপরে অতর্কিত হামলা চালায়।
সূত্র আরেও জানায়, এসময়ে তাকে কিলঘুষি ও লাঠি দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশ আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত পরিবারের সদস্যরা বলেন, সাত্তার ফকিরকে কামাল ফকিরের হুকুমে তার ছেলে এসকেন, আরিফসহ ৭/৮ জন মিলে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available