নওগাঁ প্রতিনিধি: বৈধ পথে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেছেন, টাকা খরচ করে অবৈধ পথে বিদেশে গিয়ে অনেকে বিপদে পড়ে। তারপর প্রবাসী কল্যাণ সংস্থার স্মরণাপন্ন হয় এবং চিঠি লিখে বাঁচাও। তাদের উদ্ধারেও প্রবাসী কল্যাণ সংস্থা এগিয়ে আসে। তাদের বাঁচাতে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করি। তাই অবৈধ পথে বিদেশ না গিয়ে, কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে গিয়ে অর্থ উপার্জন করতে হবে।
১১ জুন রোববার দুপুরে নওগাঁর রাণীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, মানুষকে দক্ষ করতে টিটিসি স্থাপন করা হয়। যেখান থেকে মানুষ বের হয়, আর বিদেশ যায়। তিন লাখ কোটি টাকা বিদেশ থেকে রেমিটেন্স আসে। এটা আরও অনেক বাড়াতে হবে। তা না হলে দেশের উন্নয়ন হবে কোথায় থেকে? পদ্মা সেতু ও পায়রা বন্দর কোথায় থেকে হবে? দেশের অনেক উন্নয়ন হয়েছে। কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর পর্যায় আমরা পার হয়ে গেছি। যে দেশই হোক না কেন, আমাদের আটকাতে পারবে না। আমরা ঠিক থাকলে সব ঠিক।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ও গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।
এসময় প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধূরী, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যের আগে মন্ত্রী নব নির্মিত ভবনের উদ্বোধন, শান্তির প্রতীক পায়রা উড়ানো ও শোভাবর্ধন কৃষ্ণচূড়া বৃক্ষের চারা রোপণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available