জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জুন সোমবার সকালে উপজেলার কাজিরহাট ডুবিসায়বর এলাকার বাবুল মৃধার বাড়ি থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে।
নিহত ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম মিঠু (৩৫) বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল এলাকার আব্দুল মান্নান মৃধার ছেলে। তিনি সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তানের জনক।
পুলিশ ও পরিবার জানায়, নিহত মিঠু গত ৭ বছর যাবত শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট ন্যাশনাল ব্যাংক শাখা অফিসে জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। কাজিরহাট ডুবিসায়বর এলাকার বাবুল মৃধার বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সোমবার সকালে রুম থেকে পাশের ভাড়াটিয়া মাহরুফকে ডাকছিলেন তিনি। মাহরুফ দরজা খুলতে বললে মিঠু দরজাখুলে বের হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ও চিকিৎসক তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, দুপুরে উপজেলার নাওডোবা মাদবর আলী কান্দি এলাকায় গার্মেন্টস কর্মী সাব্বির শেখ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফজলু মাতবরের কান্দি গ্রামের সাঈদ শেখের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available