আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । ১২ জুন সোমবার বিকেলে আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে এ পণ্যটির আমদানি শুরু হয়েছে।
জানাগেছে, সোমবার বিকালে একটি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে আখাউড়া বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ১০ টন পেঁয়াজ রয়েছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩১০ ডলারে শুল্কায়ন করা হয়।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, ২০০ মেট্রিকটন পেঁয়াজের মধ্যে প্রথম চালানে ১ টি ভারতীয় ট্রাকে ১০ টন পেঁয়াজ বাংলাদেশে আনা হয়েছে। খুব শিঘ্রই আসছে বাকি আরও ১৯০ মেট্রিক টন পেয়াজ।
তিনি আরও জানান, ভারতের মহারাষ্ট্র থেকে মালবাহী ট্রেনে করে এই পেঁয়াজ প্রথমে ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনে আনা হয়। পরে ট্রেন থেকে আনলোড করে ট্রাকে আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, আমদানির অনুমোদন বেশি করে পাওয়া গেলে বন্দরে কর্মসংস্থান বাড়বে। এছাড়া নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের ভারতীয় পণ্য এ স্থলবন্দর দিয়ে আমদানির প্রাথমিক অনুমোদন পেলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available