রংপুর ব্যুরো: রংপুরে ঐতিহ্যবাহী সুস্বাদু হাড়িভাঙ্গা আম ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে পৌঁছে দিতে বাগান মালিকদের সাথে নিয়ে মেলার উদ্বোধন করেছে বদরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার ওসমানপুর বাহারুল উলুম মাদরাসা বাজারে ১৩ জুন মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ । মেলার উদ্বোধন করেন রংপুর ২ আসনের এমপি আহসানুল হক চৌধুরী ডিউক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাগান মালিকদের সহজে আম বিক্রির সুবিধার্থে এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সুস্বাদু হাড়ি ভাঙা আমের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযেগের মেলবন্ধন ঘটাতে এ মেলা একটি সংযোগ সেতু হিসেবে কাজ করবে।
উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বলেন, সবাই জানে সুস্বাদু হাড়ি ভাঙা আম রংপুর জেলার একটি সিগনেচার আইটেম। কিন্তু কোন এলাকায় হাড়ি ভাঙা আমের উৎপাদন কেমন, কোন এলাকায় বাগানের সংখ্যা বেশি ইত্যাদি বিবেচনায় নিয়ে সবাইকে এ আমরে স্বাদ গ্রহণে সুযোগ করে দিতেই মেলার আয়োজন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান, ফিন্দি উল হাসান চৌধুরী শান্তু বলেন, আমাদের ইউনিয়নে হাড়ি ভাঙা আমের মেলা বসেছে এ কারনে আমরা খুবই আনন্দিত । আম বাগান মালিক, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়দুর রহমান বলেন, বদরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের আম চাষীদের নয়শ হেক্টরের বাগানের সাতশ হেক্টরে হাড়ি ভাঙা আমের ভালো ফলন এসেছে। এ বছড় আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৯০০ মেট্রিকটন। স্থানীয় আমের স্বাদ ও মান বজায় রাখতে এবং ফলন আরও বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে আম বাগান মালিকদের সার্বক্ষণিক পরামর্শ ও তদারকি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ বলেন, যোগাযোগ ব্যাবস্থা ভালো থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত আম দেশের বাজার পেরিয়ে এখন সহজেই বিদেশে রফতানি করা যাবে। এতে করে প্রকৃত আম চাষীরা আমের ন্যায্য মুল্য পাবে। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available