কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার সকালে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
সেমিনারে শুরুতেই ভিডিও চিত্র প্রদর্শন করে সরকারের সুবিধাভোগী বিভিন্ন ভাতার বিষয়ে আলোকপাত করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মো. তরিকুল ইসলাম। তিনি জানান, সরকার দেশের মানুষের জন্য ৫৬ টি সেবা ভাতা প্রদান করে আসছে। এ সেবাসমুহ সুষ্ঠভাবে বন্টণ নিশ্চিতেই সেমিনারের আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সেমিনারে বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ নিয়ে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আল আজাদ, আজিজুল খাঁন, পৌরসভার মহিলা কাউন্সিলর শামসুন্নাহার বিনা ও সাংবাদিক আরিফ মোল্ল্যা প্রমুখ।
সেমিনারে উপজেলার বিভিন্ন অঞ্চলের সেচ্ছাসেবী সংগঠন, মহিলা সমিতি ও কৃষক প্রতিনিধিসহ উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available