মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে ৬৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ‘এমবি জিসিএল প্রদীপ’ নামে আরেকটি ইন্দোনেশিয়ান জাহাজ ভিড়েছে।
১৪ জুন বুধবার সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ নাবিকের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সহিত জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে প্রায় ৬৪ হাজার ৭ শত ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে এসেছে জাহাজটি। জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে গড়ে উঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য গত দেড় মাসে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে আড়াই লাখ মেট্রিকটন কয়লা নিয়ে এলো চারটি জাহাজ।
এর আগে, ১৯ মে এই মাতারবাড়ি বন্দরে ভিড়েছিল দ্বিতীয় বড় জাহাজ হংকংয়ের পতাকাবাহী এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার জাহাজটি।
এ জাহাজ ভিড়িয়ে গভীর সমুদ্র বন্দরের অনুমোদনও পেয়ে গেছে মাতারবাড়ি বন্দর। জাহাজটি ভেড়ানোর সময় মাতারবাড়ি বন্দরের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন।
এ নিয়ে স্বাধীনতার ৫২ বছর পর আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতার রেকর্ড গড়লো বাংলাদেশ। গত দেড় বছরে ১১৫টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। ১১৪টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available