সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরাবাজারে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ১৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি পিকআপচালক আবদুর রহিম (৩৩) আদালতে আত্মসমর্পণ করেছেন। দুর্ঘটনার পর থেকে ৬ দিন পালিয়ে থাকার পর ১৩ জুন মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরের আমলি আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
রহিম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আত্মসমর্পণের পর জামিন আবদেন করলে রহিমকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাইফুর রহমান আবেদন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। পিকআপ ভ্যানে আরোহী শ্রমিকরা নগরের আম্বরখানা এলাকা থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত শ্রমিক সায়েদ নূরের ছেলে ইজাজুল ইসলাম বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ঐ মামলায় ট্রাক ও পিকআপচালককে আসামি করা হয়েছিলো।
পিকআপচালক আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা বলেন, পুলিশের অব্যাহত অভিযানের কারণে পিকআপচালক লুকিয়ে থাকতে পারছিলেন না। পরে মঙ্গলবার দুপুরে তিনি আত্মসমর্পণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠিয়েছেন। তাঁকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available