ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য জিল্লুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি এবং ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি।
১৩ জুন মঙ্গলবার রাতে ভুক্তভোগী সাংবাদিক ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘোড়াঘাট থানার জিডি নং- ৬৭০।
ভুক্তভোগী সাংবাদিক ও জিডি সূত্রে জানা গেছে, গত ১২ ও ১৩ জুলাই দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্র পত্রিকায় ‘ঘোড়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে ভবনের সিঁড়ি নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী সাংবাদিক তার নিজ বাড়ি থেকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে আসলে ভবন মালিক আহসান হাবীব সাবু ওরফে সাবু তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
সূত্রে আরও জানা গেছে,সাংবাদিক জিল্লুর রহমানের হাত পা ভেঙ্গে দেওয়াসহ পরবর্তীতে কোনো ধরণের সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার করার হুমকি প্রদর্শন করেন। এতে ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তার জন্য এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হুমকিদাতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে রাণীগঞ্জ বাজারে একটি ৪ তলা ভবন নির্মাণ করে। ভবনের সিঁড়ি নির্মাণে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করা হয়েছে। এতে সড়কের পাশে ফুটপাত হিসেবে পথচারীদের চলাচলে বাধা ও যেকোনো মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এ নিয়ে দৈনিক করতোয়া, দৈনিক দাবানল, দৈনিক মুক্তখবর ও দৈনিক সকালের সময়সহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available