লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানবতার সেবায় এগিয়ে এসেছে লংগদু সেনা জোন। ১৪ জুন বুধবার জোনের উদ্যোগে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
এসময় রাঙ্গামাটি জেলার বৃহত্তর মাইনী বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভুট্টা বিক্রেতাকে একটি ভ্যান ও দীর্ঘদিন যাবত অসুস্থ থাকা লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসাকে একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করে লংগদু সেনা জোন।
সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন লংগদু সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ অধিানয়ক মেজর রিফাতুজ্জাকের পিএসসি, লংগদু জোনের আর এমও ক্যাপ্টেন জুবায়ের, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কোমল, বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ ।
লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা বলেন, আমি অসুস্থ হওয়ার পর থেকে সবাই আমাকে নানারকম সহযোগীতা করে যাচ্ছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক আমাকে অক্সিজেন সরবারহ করতে যে মেশিনটা দিয়েছে, তার জন্য সেনাবাহিনীর প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। বিশেষ করে জোন কমান্ডার স্যারের প্রতি কৃতজ্ঞতা। স্যারের এই ভালোবাসা আমাকে সুস্থ থাকতে সাহস জোগাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জয়নাল বলেন, আগুনে পুড়ে আমার ভ্যান গাড়িসহ মালামাল শেষ হয়ে গেছে। এখন পুনরায় ব্যবসার কার্যক্রম চালু করতে সেনাবাহিনী আমাকে যে গাড়িটি দিয়েছে, তা আমার আশার চাইতেও অনেক বেশি। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের আদর্শ।
এসময় সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকলকে দেশের মঙ্গলে কাজ করার আহবান জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available