কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: অবৈধ বেহুন্দী জাল দিয়ে পোনা মাছ নিধন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪ জুন বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কুতুবদিয়ার সাগর চ্যানেলের বিভিন্ন স্থানে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর ও পেকুয়া মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এতে ১৮ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে বেলা ১২ টায় কুতুবদিয়ার বড়ঘোপ জেটি ঘাটে আকটকৃত বেহুন্দী জালগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অভিযানে অংশ নেন, কুতুবদিয়ার মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিবসহ বাংলাদেশ নৌবাহিনী, কুতুবদিয়া ও পেকুয়া মৎস্য দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available