পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ে আগামী ১৮ জুন ১ লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য এক হাজার ৭৭ টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করবে।
১৪ জুন বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বিভাগের বাস্তবায়নে সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান।
তিনি বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর ও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএম শরিফ আফজাল প্রজেক্টরের মাধ্যেমে তথ্যচিত্র প্রদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান লাবু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available