• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গরুতে পাট খাওয়ায় জোড়া খুন, আটক ১০

১৫ জুন ২০২৩ দুপুর ১২:০৩:১৬

গরুতে পাট খাওয়ায় জোড়া খুন, আটক ১০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুতে খেতের পাট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ ঘটে।  সংঘর্ষে ২ জন নিতহ হয়েছে। এঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ ।

১৫ জুন বৃহস্পতিবার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের গেদু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) ও একই এলাকার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই এলাকার সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু নিহত বজলু মালিথার জমির পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের লোকজনদের ওপর গুলি চালায় এবং কুপিয়ে ও এলোপাতাড়ি মারধর করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এ সময় অন্তত ১০ জন গুরুতর আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান সুটার পিস্তল, ছয়টি রামদা, একটি ছোরা ও তিনটি ঢাল। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫