কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুতে খেতের পাট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২ জন নিতহ হয়েছে। এঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ ।
১৫ জুন বৃহস্পতিবার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের গেদু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) ও একই এলাকার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই এলাকার সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু নিহত বজলু মালিথার জমির পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের লোকজনদের ওপর গুলি চালায় এবং কুপিয়ে ও এলোপাতাড়ি মারধর করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এ সময় অন্তত ১০ জন গুরুতর আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান সুটার পিস্তল, ছয়টি রামদা, একটি ছোরা ও তিনটি ঢাল। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available