বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ১৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আমান ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কোয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী, সহকারী কমিশনার ভৃমি শিবানী সরকার, ভাইস-চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার, কৃষি অফিসার সুকান্ত ধর প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available