• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ৩০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

১৬ জুন ২০২৩ দুপুর ১২:২৯:৪৩

গাজীপুরে ৩০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১৫ জুন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোনাবাড়ী থানাধীন পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩০টি বাড়ির ৫ শতাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ২২০ ফুট পাইপ উত্তোলন করা হয়। একইসঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, উপ-ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো. মাসুদ বিন ইউসুফ, উপ-সহকারী প্রকৌশলী মো. নুরনবী, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মো. সাইজুল ইসলাম, সহকারী কর্মকর্তা (রাজস্ব) মো. শফিকুল আলম, মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা এলাকার সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫