সিলেট প্রতিনিধি: সিলেট নগরে অধিকাংশ এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় পানি সড়ক উপচে বাসাবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতাকে উপেক্ষা করে গন্তব্যে ছুটেছেন সিলেট নগরের বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টির ফলে নগরের দক্ষিণ সুরমা, কুচাই, বরইকান্দি, চৌহাট্টা, মদিনা মার্কেট, আখালিয়া, সুবিদবাজার, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক পানির নিচে তলিয়ে যায়। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসা-বাড়িতে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকতে দেখা গেছে।
কুচাই এলাকার বাসিন্দা রাহেল আহমেদ বলেন, সামান্য বৃষ্টিতেই পানি জমে ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। সিটি কর্পোরেশন যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে তাদের এই ভোগান্তি শেষ হবে না।
স্কুলে যাওয়া এক শিক্ষার্থী মনিরার সাথে কথা হলে তিনি জানান, অল্প বৃষ্টি দিলেই বাড়ির রাস্তাসহ স্কুলের রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এটা দীর্ঘ দিনের একটা ভোগান্তিতে পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা করলে এই সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সিলেটে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টি হয়। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি কর্পোরেশন একাধিক কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বৃষ্টি থেমে গেলে পানিও নেমে যাবে আশা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available