• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে ব্র্যাকের কর্মী হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১

১৬ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৭:৫৬

সাভারে ব্র্যাকের কর্মী হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১

জাহিদুল ইসলাম অনিক, সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে হামলায় ব্র্যাকের কর্মী রেজাউল করিম (৫০) নিহত হওয়ার ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ জুন বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী। সংবাদ সম্মেলনের পর গ্রেফতার আসামিকে থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। তিনি ব্র্যাকে মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গ্রেফতার শাহিন আলী রাজশাহীর বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

এর আগে, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ১৪ জুন বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, ১৩ জুন মঙ্গলবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান রেজাউল। শাহিন তাকে পরের দিন আসতে বলে। বুধবার রেজাউল করিম তাঁর বাসায় টাকা চাইতে গেলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। রেজাউল মারা গেলে শাহিন মরদেহ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তাছাড়া রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও নিয়ে পালিয়ে যায় শাহিন।

গ্রেফতারের পর সেই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা, পুলিশ উপ-পরিদর্শক সুদীপ কুমার ঘোপসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০