পঞ্চগড় প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৭ জুন শনিবার ভোরে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়ার তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ।
জানা গেছে, বাবুর দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই আত্মীয়ের নাম মমতাজ আলী। সে চেয়ারম্যান বাবুর সম্পর্কে চাচা হন।
চিলাহাটি ইউনিয়নের ৩ নং ওয়াডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, চেয়ারম্যান বাবু শুক্রবার সন্ধ্যার দিকে মমতাজের বাড়িতে ৩জন লোকসহ আসেন। শনিবার ভোরে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ভোরে র্যাবের একটি দল চরতিস্তা পাড়ার একটি বাড়ি চেয়ারমান বাবুকে ধরে নিয়ে গেছে। আমরা শুনেছি। তবে এ বিষয়ে র্যাব আমাদেরকে কিছু জানায় নি।
এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available