মাহমুদ খান, সিলেট প্রতিনিধি: সিলেটে গত কয়েক দিনের ঢানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত চারদিনের টানা বৃষ্টি আরও ১৫ দিন অবহ্যাত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে। এমন অবস্থায় সিলেটের নদ-নদীর পানি বেড়ে চলছে। কোন কোন নদীতে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে এখনও কোনো বাঁধ ভাঙেনি।
১৭ জুন শনিবার সকালে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ জানান, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। অনেক নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।
তিনি জানান, ১৭ জুন শনিবার সকাল ৯টায় সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১২ দশমিক ৩৬ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যা গত বৃহস্পতিবার ওই পয়েন্টে ১০ দশমিক ৬১ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়। কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। বৃহস্পতিবার সেখানে ৮ দশমিক ৫৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৫৯ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়।
কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সেখানে আজ সকালে ১০ দশমিক ৭৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। বৃহস্পতিবার নদীর ওই পয়েন্টে ৮ দশমিক ৬৮ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। শেরপুর পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৫৫। সেখানে শনিবার সকাল ৯টায় ৬ দশমিক ৩০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়। বৃহস্পতিবার সেখানে ৪ দশমিক ২৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে আরও বৃষ্টির পূর্বাভাস আছে। আগামী ৭২ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টি হতে পারে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available