• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে ক্ষমতার দাপটে কেটে ফেললেন সরকারি গাছ

১৭ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:০৩

বীরগঞ্জে ক্ষমতার দাপটে কেটে ফেললেন সরকারি গাছ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে রাস্তার পাশে লাগানো ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জেলার বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন রাস্তার দুপাশে থাকা ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় নান্দাইগাঁও গ্রামের এমএস গোপাল মডেল কলেজের প্রফেসর মো. জাহিদুল ইসলামের  বিরুদ্ধে। ১৫ জুন বৃহস্পতিবার এ ঘটনা ঘেটে।

জানা যায়, ২ নং পলাশবাড়ী ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন রাস্তার দুপাশে থাকা ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হচ্ছে এমন সংবাদে সেখানে আসেন স্থানীয় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. মশিউর রহমান। তিনি গাছ কাটতে নিষেধ করলেও তার আদেশ অমান্য করে ক্ষমাতার দাপট দেখিয়ে গাছ কেটে নিয়ে যান প্রফেসর জাহিদ। গাছগুলো কেটে তিনি স্থানীয় ‘মা স্ব-মিলে’ নিয়ে রাখেন।

কথা হয় অভিযুক্ত প্রফেসর জাহিদুলের সাথে। তিনি বলেন,  গাছগুলো আমিই লাগিয়েছি তাই প্রয়োজনে এখন কেটেছি।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক বলেন, গাছ কাটার বিষয়ে আপনাদের কাছ থেকেই শুনলাম। আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

কথা হয় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাসের সাথে। তিনি বলেন, খবর পেয়ে আমি দ্রুতই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে গাছগুলো জব্দ করে ইউনিয়ন অফিসে নিয়ে আসার নির্দেশ দিয়েছি। যারা অবৈধভাবে সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে দ্রুতেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউক্যালিপটাস গাছ কাটার পর জব্দ করার ঘটনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মশিউর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গাছগুলোর সরকারি সীমানার মধ্যে পড়েছে তাই আমরা এগুলো জব্দ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫