নওগাঁ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে বনায়ন কার্যক্রম সহজ করতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বনায়ন কার্যক্রম বাড়াতে বন অধিদফতরের সক্ষমতা বাড়ানোর বিকল্পে নেই। এ উপলক্ষে সারাদেশে বনবিভাগের অফিস সংস্কারের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ে মাধ্যমে প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
১৭ জুন শনিবার বেলা ১২টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বনবিভাগের রেঞ্জ সদর রেস্ট হাউজ কাম-অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি ২০১৯ সালের নভেম্বরে পরিদর্শনের সময় পাইকবান্দা রেঞ্জের বনবিভাগের অফিসগুলো জরাজীর্ণ অবস্থায় দেখেছি। কর্মীগণ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। এছাড়া রেঞ্জের আওতাধীন অফিস ও বাসাগুলো সংস্কারের অভাবে ব্যাবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এ কারনেই তাৎক্ষণিক রাজস্বখাত থেকে পাইকবান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের বনবিভাগের জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করা হবে। এতে নওগাঁসহ সারাদেশে বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান রাখতে পারলে আমরা অচিরেই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।
নওগাঁর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এবং আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বন অধিদফতরের প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মো. আমিনুল ইসলাম, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available