চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বন্ধের দুই দিনেও জিও ব্যাগ ডাম্পিং শুরু না হওয়ায় স্থানীয়রা ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
১৭ জুন শনিবার বিকেলে চর সলিমাবাদ এলাকার যমুনা নদীর পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামের অপসারণ ও দ্রুত জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরুর দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে জিও ব্যাগে ব্যবহৃত বালু যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করছে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ডাম্পিং কাজের দুই শ্রমিক ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে আটক করেন এবং ডাম্পিং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ শ্রমিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে ছেড়ে দেন।
ভাঙ্গন এলাকার জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধের নির্দেশ দেওয়ায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। গত ২ দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায় আজও বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available