• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

১৮ জুন ২০২৩ বিকাল ০৪:১৮:৪৩

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৮ জুন রোববার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রায় দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রোববার দুপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ নয় আসামির প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। পরে এ ঘটনায় দীর্ঘ শুনানি হয়। এ সময় আমরা বলেছি, রাতের আঁধারে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল ও কে কীভাবে আঘাত করেছে, এই তথ্যগুলো উদঘাটনের জন্য আসামিদের পুলিশি রিমান্ড প্রয়োজন। আমাদের এসব কথা শুনে অবশেষে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নয় আসামির মধ্যে চারজনকে চার দিন করে ও পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫