মো. আল আমিন, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে হাওর অঞ্চল অন্যতম। দেশের উত্তর-পূর্বাংশে অধিকাংশ হাওর অঞ্চল অবস্থিত। সাগর থেকেই হাওর শব্দটির উৎপত্তি। বছরের অর্ধেক সময়েই হাওর অধ্যুষিত এলাকা পানিতে নিমজ্জিত থাকে, বাকি সময়টুকু এখানকার মানুষ ধান, পাটসহ অন্যান্য শস্য চাষাবাদ করে থাকে। তবে ধান চাষাবাদটাই বেশি করা হয়।
পানির সময় অর্থাৎ বর্ষাকালে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যাদের নিজস্ব নৌকা থাকে না। কারণ বর্ষাকালে নৌকা দিয়েই অধিকাংশ পরিবারকে চলাচল করতে হয়। তবে বর্তমানে অলওয়েদার রোড তৈরি হওয়ায় দূরপ্রান্তে চলাচলের জন্য তাদের সুবিধা হয়েছে। তারপরেও নৌকা ছাড়া তাদের গতি নেই। মূলত বাজিতপুরের একটু অংশসহ নিকলী, মিটামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলাতেই হাওর এলাকা অবস্থিত।
বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন এখানকার অধিকাংশ লোকজন। শুষ্ক মৌসুমে সাবমার্জ রোড শুকনো থাকায় তারা সহজে চলাচল করতে পারে। বর্ষাকালে যখন রোড পানিতে তলিয়ে যায়, তখন নৌকা ছাড়া চলাচলের উপায় থাকে না।
বর্ষার আগমনে প্রত্যেকটি পরিবার নৌকা মেরামতে ব্যস্ত থাকে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় হাওরে পানি আসতে শুরু করেছে। রাস্তার পাশে নৌকা মেরামতে ব্যস্ত স্থানীয়রা। নৌকাগুলো অপেক্ষা করছে কখন পানি আসবে আর পানিতে ভাসবে নৌকা। এমন চিত্রই হাওর অঞ্চল ঘুরে দেখা গেছে।
বর্ষার সূচনালগ্নেই সাবমার্জ রোড তলিয়ে যাচ্ছে। হাওরে অনেক পাট চাষ হয়েছে। পানি এসে গেলে হয়তোবা পাট সংগ্রহ করা কষ্টকর হবে। এমনটাই বলছিলেন স্থানীয় কয়েকজন কৃষক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available