• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হিলিতে মানববন্ধন অনুষ্ঠিত

১৯ জুন ২০২৩ সকাল ১১:৫৮:৫৮

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হিলিতে মানববন্ধন অনুষ্ঠিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন রোববার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, একুশে টিভির সালাউদ্দিন বকুল, মাছরাঙা টিভির হালিম আল রাজি, আরটিভির আব্দুল আজিজ, রাইজিং বিডির মোসলেম উদ্দিন, যায়যায়দিন হিলি প্রতিনিধি রমেন বসাক, মানব কন্ঠর আবু মুসা, আমাদের সময়ের মিজানুর রহমান, আমার সংবাদের তারিকুল সরকার, দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম রব্বানী, সামিউল ইসলাম।

বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এতো ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে । অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২