• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রক্ত দিয়ে বাড়ি ফেরার হলো না ইয়ার হোসেনের

১৯ জুন ২০২৩ দুপুর ০২:১৩:৫৫

রক্ত দিয়ে বাড়ি ফেরার হলো না ইয়ার হোসেনের

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবায় রোলারের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ইয়ার হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ১৭ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দেওড়া গ্রামে। ইয়ার হোসেন দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনরা।

এসময় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলো- কসবা উপজেলার বাইসার গ্রামের  গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৩৫) এবং তার স্ত্রী রুনা বেগম (২৮) ও বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)।

স্থানীয়রা আহত সালাউদ্দিন ও স্ত্রী রুনা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। ধন মিয়াকে স্থানীয় চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সনজিব সরকার। খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজনরা জানান, নিহত ইয়ার হোসেন ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমূর্ষ রোগীদের রক্তদান করতো সে এবং তার সংগঠনের সদস্যরা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে এক মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে সন্ধ্যায় সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন তিনি।  

স্বজনরা আরও জানান, কসবা উপজেলার খাড়েরা বাসষ্ট্যান্ডের কাছে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের উপর দাড়িয়ে থাকা বিপরীতমুখী একটি রোলারের সাথে সজোরে ধাক্কা দেয় সিএনজিটি। ধাক্কা লেগে সিএনজিটি দুমরে-মুচরে যায়।  ঘটনাস্থলেই ইয়ার হোসেনের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫