লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ফাঁকা রবে না কোন আঙ্গিনা’ এই স্লোগানকে ধারণ করে ১৯ জুন সোমবার সকালে ব্যাটালিয়নের পতিত জমিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশনাক্রমে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ্ রাসেলের দিকনির্দেশনায় এ অভিযানের তত্ত্বাবধান করেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মীরবহর শাহাদাৎ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান, ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বৃক্ষরোপন অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক মীরবহর শাহাদাৎ হোসেন বলেন, বর্তমান সময়ে তীব্র তাপদাহে জন জীবন বিপর্যস্ত। এ বিপর্যয়ের কারণ পর্যাপ্ত গাছপালা না থাকা। বৈশ্বিক এই বিপর্যয় থেকে বাঁচার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৩৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে এই বৃক্ষরোপন অভিযান পালন করা হয়েছে। আশা করি এই বৃক্ষরোপন অভিযান চলমান তাপদাহ এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available