শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: পদ্মাসেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পদ্মাসেতুতে উঠে আসে। পরে সেতুতে অটোরিক্সা রেখে নদীতে ঝাঁপ দেয় এর চালক। ১৮ জুন রোববার দিবিগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মাসেতুর দক্ষিণ থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিক্সা দ্রুত গতিতে সেতুতে উঠে আসে। এ সময় আটোরিক্সাটিকে থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা টহলরত একটি গাড়ি। কিন্তু অটোরিক্সার গতি বেশি থাকাতে টহল গাড়ি আসার আগেই নদীতে ঝাঁপ দেয় অটোরিক্সার চালক। খবর পেয়ে পদ্মাসেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে ছুটে আসে। কি কারণে অটোরিক্সা চালক এমন কাণ্ড ঘটিয়েছে সেটি তদন্তে কাজ করছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত চালক নিখোঁজ রয়েছেন। ধারনা করা হচ্ছে ধরা পড়ার ভয়ে চালক অটোরিক্সা ব্রিজের মাঝখানে রেখেই নদীতে ঝাঁপ দেয়।
এ ঘটনায় কথা হয় পদ্মাসেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ আল মামুনের সাথে। তিনি বলেন, আকস্মিকভাবেই ঘটনাটি ঘটেছে। গভীর রাতে অটোরিক্সা চালক কি কারণে এমন কাণ্ড ঘটালো তা আমরা অনুসন্ধানের চেষ্টা করছি। তাকে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, আমরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি । তবে এখনও পর্যন্ত ঐ চালকের কোন খোঁজ পাওয়া নি। পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন বলেন, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত আসে অটোরিক্সাটি। পরে সেখান থেকে নদীতে ঝাঁপ দেয় চালক। অটোরিক্সা চালককে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available