মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে মানিকগঞ্জ পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখার পাশাপাশি যানজট নিরসনে এক মতাবনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান।
এ সময় পুলিশ সুপার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ও ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশ শতভাগ সচেষ্ট থাকবে। এ ছাড়া সড়ক, মহাসড়ক এবং নদীপথ কোথাও কেউ কোরবানির পশুবাহী যানবাহন থামাতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীও থামাতে পারবে না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেটি ভিন্ন কথা। এ জন্য পশুবাহী যানবাহনের ব্যানারে লেখা থাকতে হবে কোন হাটে যাচ্ছে।
এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ, মানিকগঞ্জ জেলার বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাস ও ট্রাক মালিকপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেলা ১২ টায় পশুর হাট ব্যবস্থাপনা সংক্রান্তে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচ টাওয়ার বসানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন, সড়ক-মহাসড়কে যাতে কোনো হাট বসতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ এবং কোরবানির পশুর হাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান রাখার ব্যবস্থা করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন হাট পরিচালনা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available