সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অটোরিক্সা চালক ব্রজেন্দ্র শব্দকর (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৮ জুন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ জুন বুধবার ও ১৫ জুন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ও ওসমানীনগর অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ওসমানীনগর থানার মজলিশপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. গোলজার আলী (২৭) এবং একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শিপন মিয়া (২৭)।
পুলিশ জানায়, ৫ মে শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার প্রথমপাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী রাস্তার পাশ থেকে ব্রজেন্দ্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ৩দিন পর রোববার নিহতের স্ত্রী অনি শব্দকর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, ব্রজেন্দ্র ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পূর্বপরিচিত আসামি গোলজার ও শিপন তার অটোরিক্সাটি চুরির উদ্দেশ্যে ভাড়া নেয়। পরে উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের অন্তর্গত প্রথমপাশা সাকিনে রাস্তার পাশে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে। হত্যার পর অটোরিক্সাটি বিক্রি করে টাকা দুইজনে ভাগ করে নেয়।
গ্রেফতারের পর আসামী শিপন মিয়ার দেওয়া তথ্যে ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ঘটনাস্থলের পাশের ঝোঁপ থেকে জব্দ করা হয় এবং আসামী মো. গোলজার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available