নীলফামারী প্রতিনিধি: জামালপুরে ইউপি চেয়ারম্যানের সন্ত্রসী হামলায় নিহত বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে। এ মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার দাবি করা হয়।
১৮ জুন রোববার সকাল ১১ টায় শহরের ডিসি মোড়ে নীলফামারী প্রেসক্লাব আয়োজিত ঘন্টাব্যাপাী কর্মসূচিতে প্রেসক্লাবের সকল সদস্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাহমদুল আল হাসান রাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভূবন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজরুল আলম সিয়াম।
সভায় আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি মীর আস্তাক, একাত্তর টিভির প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিরুজ্জামান, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ্, এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাইনুল হক, দৈনিক আখিরা পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহাজাহান আলী মনন, নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মিঠুসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।
বক্তারা নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনের অবহেলার কারণেই সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে হত্যা করতে পেরেছে। জীবনের নিরাপত্তা চাইলেও পুলিশ অসহযোগীতার কারনে দুষ্কৃতকারীরা সুযোগ পেয়েছে। তাই তদন্তে এ বিষয়টি খতিয়ে দেখে হত্যায় অভিযুক্তদেরকে শাস্তির ব্যাবস্থা করতে হবে। একইসাথে এদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available