রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৯ জুন সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের বাবুরবাড়ি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভেকটমারি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুজন মল্লিক। এসময় বক্তব্য দেন হুড়কা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার।
পরিবেশ ও প্রতিকূলতা বজায় রাখতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও রামপাল সদর ইউনিয়নে ৪০০, হুড়কা ইউনিয়নে ২০০, রাজনগর ইউনিয়নে ২০০, বাঁশতলী ইউনিয়নে ২০০ করে মোট ১০০০ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে।
ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজের সঞ্চালনায় অন্যান্যে মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ফুলি সরকার, হুরকা ইউনিয়নের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌরী অধিকারি, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ইউনিয়ন ওয়ার্ড সদস্য মলয় মন্ডল, সন্তোষ মল্লিক, সংরক্ষিত মহিলা সদস্য ননীবালা বিশ্বাস, বেলাই ওয়ার্ল্ড ভিশন উন্নয়ন কমিটির সভাপতি সুকান্ত হালদার, পূর্নীমা মন্ডল প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available