• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কালীগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০ জন

১৯ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪১:০১

কালীগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০ জন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। কুকুরের কামড়ে আহতদের কাালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা বলছে প্রায় ৪০ জনকে কামড়িয়েছে কুকুরে । এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কুকুর আতঙ্ক দেখা দিয়েছে।

১৯ জুন সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম থেকে সাদা রংয়ের একটি কুকুর প্রথমে কামড়ানো শুরু করে। পরে চলার পথে দোকানি, পথচারী, স্কুলছাত্রী ও শিশুদের যাকে যেখানে পেয়েছে কামড়ে দিয়েছে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে পালিয়ে কালীগঞ্জ পৌর শহরের বলিদাপাড়া, নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের অন্তত ৪০ জনকে কামড়ে জখম করে।

হাসপাতালে ভর্তি শহরের বলিদাপাাড়ার রাখি বেগম নামে এক গৃহবধূ জানান, সকালে আমি বাড়ির পাশে কাজ করছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমাকে আক্রমন করে। কিছু বুঝে উঠার আগেই আমার হাত কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও কুকুরটিকে ছাড়াতে পারছিলাম না। এ সময় প্রতিবেশিদের সহযোগীতায় আমি কুকুরটিকে তাড়াতে সক্ষম হই।

হাসপাতালে চিকিৎসাধীন কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত কুমার কালু জানান, বেলা ১১ টার দিকে আমি বাড়ি থেকে বের হই। এসময় হটাৎকরে একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। পরে ছাড়াতে গেলে আমার হাতেও কামড় বসিয়ে দেয়। অনেক চেষ্টা করেও কুকুরটিকে ছাড়াতে পারছিলাম না। কুকুরের কামড়ে আমার দুই হাতের ছয়টি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ইমরান হোসেন জানান, কুকুরে কামড়ানোর ক্ষত নিয়ে দুপুর পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরে কামড়ানোর বাইট মার্ক রয়েছে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাক্সিন দেয়া হয়েছে। পরে তাদেরকে বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া দুজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে বলেও নিশ্চিত করেছেন এ চিকিৎসক।

উল্লেখ্য, এর আগেও ৩০ মে জেলার শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে প্রায় ১৪ জন জখম হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫