শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল খাদ্য পণ্য ও নকল খাবার সেলাইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৯ জুন সোমবার দুপুরে জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস, তেঁতুলের চাটনিসহ নানা ধরনের মুখরোচক খাবার জব্দ করা হয়। এ সময় সাদ্দাম মাতুব্বর (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সাদ্দাম হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার আসলাম মাতুব্বরের ছেলে। তিনি কারখানাটিতে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের ঐ কারখানাটিতে। এ সময় অনুমোদনহীন ২০২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআইয়ের অনুমোদনহীন তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরিকৃত ৮ ড্রাম মটরভাজা, পণ্যের মোড়ক ও স্যালাইন তৈরির নানান উপকরণ জব্দ করা হয়। এসব ভেজাল খাদ্যপণ্য রাতের আঁধারে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করা হতো।
অভিযানিক দলের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, গ্রামের মধ্যে কারখানায় ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিলেন তারা। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দামকে আটক করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এখানে অনুমোদিত কিছু পণ্যের সঙ্গে অনুমোদনহীন পণ্যও উৎপাদন ও বাজারজাত করা হতো। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। কারখানাটি ঘুরে অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া গেছে যেগুলো মানবদেহের জন্য মারাত্নক ক্ষতিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available