বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৩ বিঘা জমির পাটক্ষেত কীটনাশক প্রয়োগে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ১৫ জুন বুধবার জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোমরপুর গ্রামের গুলজার রহমানের সাথে তার চাচা তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, জিল্লুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন আছে। এ অবস্থায় বুধবার রাতের কোন এক সময়ে তোফাজ্জল হোসেনের রোপনকৃত ৩ বিঘা জমির পাট ক্ষেতে কিটনাশক স্প্রে করে দূবৃত্বরা। এর প্রভাবে পরদিন সকালেই ক্ষেতের সব পাটগাছ মরে শুকিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, এর আগেও গত মাসে আমার ৩ বিঘা জমির ইরিধান কীটানাশক প্রয়োগ করে মেরে ফেলে দূবৃত্বরা। আমি সে ঘটনায় আদালতে একটি মামলা করেছি। তার জেরে আবারও আমার পাট ক্ষেতে কীটনাশক দিয়ে সব গাছগুলো মেরে ফেললো।
এ ঘটনায় কথা হয় স্থানীয় কয়েকজনের সাথে। তারা বলেন, জমি নিয়ে বিরোধ হতেই পারে, কিন্তু এভাবে প্রতিবার ফসল নষ্ট করা ঠিক নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available