• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাণীনগরে ফ্রিজের আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

২০ জুন ২০২৩ সকাল ১১:৫৫:৫৩

রাণীনগরে ফ্রিজের আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে রাখা ফ্রিজ থেকে আগুন লেগে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে বাড়ির মালিকের নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

১৮ জুন রোববার রাতে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক শ্যামকৃষ্ণ সরকার জানান, সন্ধ্যার দিকে বাড়ির লোকজন কাজ করছিলেন। এ সময় হটাৎ করে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে। মুহুর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানন, ততক্ষণে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ, কক্ষের বিভিন্ন আসবাবপত্র, নগদ এক লাক্ষ ১৯ হাজার টাকা এবং বাড়ির ছাউনির প্রায় ৪৫ বান্ডিল টিন পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আর এ শামীম বলেন, খবর পেয়ে ছুটে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুৎ লাইনে গোলযোগের কারনে ফ্রিজে আগুন ধরে। সেখান থেকেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০