আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জামালপুরে ইউপি চেয়ারম্যানের সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার দাবি করা হয়।
২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল জলিল, ভোরের কাগজের প্রতিনিধি জুটন বনিক, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন লিটন, নাসির উদ্দিন, ফজলে রাব্বি, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন, সফিকুল ইসলাম খান, শেখ মনির হোসেন নিজাম, হাসান মাহমুদ পারভেজ, জহিরুল ইসলাম সাগর, ইসমাঈল হোসেন, জুনাইদ আহমেদ পলক, মাশুকুল আলম, অমিত হাসান অপু প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিকরা গোলাম রাব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিক সাগর-রনিসহ সারাদেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available