টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, যথাযথ প্রজনন, সংরক্ষণ ও মৎস শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি গবেষণা বাড়াতে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে শুরু হয়ে ৮৬০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকাকে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নাফ নদীর মোহনায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) প্রস্তাবনা সম্পর্কিত আংশিক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী। টেকনাফ উপজেলা মৎস্য অধিদফতর কর্তৃক আয়োজিত এবং ইউএসএ আইডি/ইকোফিস-২ অ্যাক্টিভিটি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। ওয়াল্ডফিশ বিজ্ঞানী ড. নাহিদুজজমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. মোঃ বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইনসহ মৎস্যজীবী, জেলে প্রতিনিধি আব্দুল গণি, ইউপি সদস্য মো. আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, কোস্ট গার্ড, বিজিবি প্রতিনিধিসহ আরও অনেকে।
সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছেন যা ইতোমধ্যে দৃশ্যমান হচ্ছে। আগামী ২০৪১ সালকে সামনে রেখে যে উন্নয়ন কর্মযজ্ঞের প্রস্তাবনা দেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available