ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী প্রভু জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্দিরে প্রভু জগন্নাথের রথযাত্রার রশি স্পর্শের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক ডা. গোপাল সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, ওসমানপুর সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরকার প্রমুখ।
পরে মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুধীর মন্ডলের বাড়ির মন্দিরে রাখা হয়। এ রথযাত্রায় উপজেলাসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার নারী-পুরুষ পাপ মোচনের জন্য তাদের বিশ্বাস মতে প্রভু জগন্নাথের রশি স্পর্শ করেন। ২৮ জুন পুনরায় উল্টো রথযাত্রা বের হবে।
এ উপলক্ষে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, মানবদেহ জগন্নাথের রথ ২০৬ টি কাঠ দিয়ে তৈরি যা নরদেহের ২০৬ টি হাড়ের অনুরুপ। রথের রশি হলো মন বুদ্ধি রথের স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীর কে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছুই হয় না, সব ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available