রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধনকৃত মৎস্যজীবি পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য অধিদফতরের আওতায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের (এসসিএমএফপি) কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশনের আয়োজনে এ প্রকল্পের কর্ম এলাকার নিবন্ধনকৃত মৎস্যজীবি পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
এ সময় রাঙ্গাবালী উপজেলা থেকে ৫ জন শিক্ষার্থীকে প্রথম ধাপে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমেদ, সাসটেইনেবল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর ক্লাস্টার অফিসার (সিও) মো. আরিফ হোসেন , মেরিন অফিসার মো. সাহাদাত হোসেন ও নেসার উদ্দিন।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করতে আমাদের এই প্রচেষ্টা। তারা মোট ৫০ হাজার টাকা পাবে। আমরা প্রথম ধাপে ২৫০০০ টাকা দিয়েছি । বাকিটা আগামী বছর পাবে । আমরা চাই রাঙ্গাবালী থেকে আগামী বছর আরো বেশি সংখ্যক ছেলেমেয়েরা আবেদন করবে এবং তারা বৃত্তি পাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available