টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃরত শিশু খায়রুল আমিন (১২) কে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার শিশু হ্নীলা মৌলভীবাজার নাইক্ষ্যংখালী এলাকার মো. ইউনুসের পুত্র। সে স্থানীয় মৌলভী বাজার ইসলামিক আজিয়া ফয়জুল উলুম হিফজ খানার ছাত্র। এসময় অপহরনকারীদের চারজনকে আটক টেকনাফ মডেল থানা পুলিশ।
২১ জুন বুধবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এশিয়ান টিভি আনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- হ্নীলা মৌলভীবাজারের নুর মোহাম্মদের ছেলে মো. আলম(২৭), মৃত ইজ্জত আলীর ছেলে আহম্মদ হোসেন (৫২), আহম্মদ হোসেনের ছেলে মো. পারভেজ(২০) ও সাইফুল ইসলামের স্ত্রী আজিজা খাতুন(২১)।
জানা যায়, গেল ১৬ জুন শুক্রবার হ্নীলা বাজার হইতে রঙ্গিখালী বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার জন্য ভিকটিম জনৈক আলমের টমটম গাড়িতে উঠলে কৌশলে গাড়ি চালক তাকে অপহরণ কারিদের হাতে তুলে দেন। পরে অপহরণ কারিরা তাকে পাহাড়ে নিয়ে তাহার মুক্তির জন্য পরিবারের কাছে ৬ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে ভিকটিমের মা থানায় নিখোঁজ ডায়রি করলে বিষয়টি অত্যান্তে গুরুত্ব দেন পুলিশ । পরে অপহরণকারীদের অবস্থান জেনে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় দফায় দফায় পাহাড়ের উপর বিভিন্ন ঘর-বাড়িতে তল্লাশী করা হয়। অপহরণকারীরা অত্যন্ত সুচতুর হওয়ায় বার বার অবস্থান পরিবর্তন করতে থাকে।
অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় টমটম ড্রাইভার আলমকে আটক পূর্বক ভিকটিমকে উদ্ধারের জন্য পাহাড়ের উপর অভিযান চালায়। পুলিশ একপর্যায়ে বুধবার ভোরে পাহাড়ের উপর ভিকটিমসহ অপহরণকারীদের সন্ধান পায় । পুলিশ তাড়া করলে অপহরণকারীরা ভিকটিম খায়রুল আমিনকে রেখে পালিয়ে যায়। এবং থানা পুলিশ ভিকটিম খায়রুল আমিনকে উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এশিয়ান টিভি আনলাইনকে বলেন, এ ঘটনায় অন্যান্য অপহরনকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available