পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ৩ কোটি ফলদ, বৃক্ষ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গ্রামীণ ব্যাংক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় ৫৫টি শাখা কার্যালয়ের মাধ্যমে ৬লাখ ৫৩ হাজার চারাগাছ বিতরণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক।
এরই ধারাবাহিকতায় ২০ জুন মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক পলাশবাড়ি শাখা কার্যালয়ের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক গাইবান্ধা জুনের ম্যানেজার মো. আব্দুল হাদি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জুনের অডিট অফিসার প্রকাশ চন্দ্র তরফদার, পলাশবাড়ি ত্রিরয়া ম্যানেজার খবির উদ্দীন, শাখা ব্যবস্থাপক বিএম হযরত আলী প্রমুখ।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাইবান্ধায় ৫৫টি শাখা কার্যালয়ের মাধ্যমে সপ্তাহব্যাপী চারাগাছ বিতরণ কর্মসূচি চলবে। গ্রামীণ ব্যাংক দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি করছে। প্রশিক্ষণ প্রদানসহ ঋণদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available