রংপুর ব্যুরো: কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ভাল কারিগরি ইন্সটিটিউটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেছেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে, তারা দেশ-বিদেশে চাকরি করে পরিবারের সাচ্ছলতা আনার পাশাপাশি রাস্ট্রের উন্নয়ন করবে।
২২ জুন বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষে আযোজিত র্যালি, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি মেয়র এসব কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
ফিতা ও কেক কেটে দিনব্যাপী এ নানা আয়োজনের উদ্বোধন করেন মেয়র মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাহেলী ইয়াসমিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মদ, রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available