• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা-আবর্জনার স্থানে এখন সবজি বাগান

২২ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৪৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা-আবর্জনার স্থানে এখন সবজি বাগান

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের চিত্র এখন আমূল বদলে গেছে। ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে সেখানে এখন জায়গা করে নিয়েছে হরেক রকমের শাক-সবজির বাগান। বিভিন্ন প্লটে করা শাক-সবজির বাগানে সাইনবোর্ডে টানানো আছে বিভিন্ন দফতরের নাম। উপজেলা পরিষদ যেন সবুজ রঙে ছেয়ে গেছে। একসময়ে নর্দমা আর আবর্জনার স্তুপে এখন প্রতিদিন বিকেলে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভির ।

সরেজমিনে দেখা যায়, জাজিরা উপজেলা পরিষদ চত্বরের ‘ইফনাপ’ প্রকল্পের সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ‘সমন্বিত পুষ্টি বাগান’ প্রকল্পের প্লটগুলোতে সবুজ শাক-সবজির প্রদর্শনী। এখানে উপজেলা পরিষদের ১৭ টি বিভাগ ছাড়াও পৌরসভা, হিসাব রক্ষণ, নির্বাচন অফিসারের কার্যালয়সহ মোট ২২ টি প্লট রয়েছে, যার প্রতিটি এখন শাক-সবজিতে পরিপূর্ণ।

এছাড়াও ফুল আসার অপেক্ষায় রয়েছে ঢেঁড়স ও মিষ্টি কুমড়োয়। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক পতিত জমির সঠিক ব্যবহার এবং উপজেলা পরিষদ চত্ত্বরে আগত দর্শনার্থীদের আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলা চত্ত্বরের সৌন্দর্য বৃদ্ধির দিকে নজর দেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন সময় নানা জাতের চারা রোপন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় কৃষি বিভাগকে সাথে নিয়ে আমরা ইতোমধ্যে জলাশয় ও রাস্তার পাশে থাকা পতিত জমি, স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানের পতিত জমিতে সংশ্লিষ্টদের চাষাবাদে উদ্ভুদ্ধ করেছি। এ লক্ষে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০