গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ি অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে ‘বিনা’ কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রংপুর উপকেন্দ্রের আয়োজনে পলাশবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠোনে সভাপতিত্ব করেন পলাশবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিনা’ ময়মনসিংহ অঞ্চলের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘বিনা’ ময়মনসিংহ অঞ্চলের গবেষনা পরিচালক ড. মো. আব্দুল মালেক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইয়ামিন খান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, পলাশবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনুর রশিদসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available